নার্সিং ইনস্টিটিউট
ARACO Care নার্সিং ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক অনুমোদিত ও ঢাকা মেডিকেল কলেজ অধিভুক্ত একটি অনন্য নার্সিং ইনস্টিটিউট হিসাবে প্রতিষ্ঠিত। একজন দক্ষ ও আদর্শ নার্স তৈরীর মহান উদ্দেশ্য সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে । এখানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা হাতে কলমে প্রশিক্ষণের সুবিধা পাবে। অত্র প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের দেশের সরকারী/বেসরকারী হাসপাতাল এবং ক্লিনিকসমূহে চাকুরীর অবারিত সুযোগ রয়েছে। আমাদের দেশে ছাত্র-ছাত্রীদের মূল লক্ষ থাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে একটি চাকুরী প্রাপ্তি। কিন্তুু সাধারণ শিক্ষায় শিক্ষিত ছাত্র-ছাত্রীগণের চাকুরীর সুযোগ আমাদের দেশে অত্যন্ত সীমিত। ফলে প্রতি বছর বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের দেশে এখনও প্রয়োজনের তুলনায় নার্সগণের সংখ্যা অপ্রতুল।প্রতিযোগিতামূলক চাকুরীর বাজারে নার্সিং পেশার রয়েছে অবারিত সুযোগ। দেশে এবং বিদেশে রয়েছে চাকুরীর অপার সম্ভাবনা। বর্তমানে নার্সদের সরকারীভাবে ২য় শ্রেণীর মর্যাদা দেয়া হয়েছে। আমাদের আন্তরিক প্রয়াস একদল আদর্শ ও সুদক্ষ নার্স তৈরি করা, যারা দেশে এবংবিদেশে আর্ত মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। আমাদের ছাত্র-ছাত্রীর মধ্যে হতে অধিক সংখ্যক নার্স পদে সরকারি চাকুরী প্রাপ্ত হয়েছে।
নার্সিং কোর্সে লেখাপড়া শেষে দেশ ও বিদেশে আকর্ষনীয় বেতনের চাকুরী করার পাশাপাশি মানবতার সেবা প্রদানের অবারিত সুযোগ। নার্সিং কোর্সে উচ্চ শিক্ষার লক্ষ্যে বিএসসি ও এমএসসি/এমপিএইচ এবং পিএইচডি ডিগ্রী অর্জন করে আরও দক্ষতার সুযোগ। বিদেশে দক্ষ নার্সের ব্যাপক চাহিদা ও দেশে সরকারী/বেসরকারী পর্যায়ে চাকুরী প্রাপ্তির বিশেষ সুবিধা।
- লক্ষ্য ও উদ্দেশ্য
বেসরকারী পর্যায়ে উন্নতমানের নার্সিং শিক্ষা কার্যক্রম প্রসারিত করণে সরকারের সদিচ্ছাকে কাজে লাগানো এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ।শিক্ষা ব্যবস্থাপনার গুণগত মান ঠিক রেখে উন্নত দেশের চাহিদার সঙ্গে সংগতি রেখে আন্তর্জাতিক মানের দক্ষ নার্স গড়ে তোলা ।আর্তপীড়িতদের সেবাদান এবং আন্তর্জাতিক মানের দক্ষ নার্স তৈরী করাই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ।
আন্তর্জাতিক মানের দক্ষ মানব স¤পদকে দেশে ও বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে চাকরীর সুযোগ সৃষ্টি করে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা অন্যতম লক্ষ্য । উল্লেখিত বিষয় সমূহে সরকারের যে লক্ষ্য অর্থাৎ সামগ্রিকভাবে দেশের মহিলাদের অর্থ-সামাজিক উন্নয়ন, সেটা অর্জনে অংশগ্রহণ করা ।
- আমাদের বৈশিষ্ট্যসমূহ
সার্বক্ষনিক সিনিয়র শিক্ষক (নার্স) এবং মেডিকেল কলেজের অধ্যাপক ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষাদান করা হয়।
নিয়মিত ক্লাস মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক ক্লাসরুম।
অত্যাধুনিক সরঞ্জামাদির মাধ্যমে শিক্ষাদান করা হয়। যেমনঃ ল্যাপটপ, কম্পিউটার, মাল্টিমিডিয়া, সাউন্ড সিস্টেম ।
প্রত্যাক ছাত্র-ছাত্রীর জন্য নিয়মিত ব্যবহারিক ক্লাস এবং পৃথক পৃথক ভাবে শিক্ষাদানের ব্যবস্থা। আছে ।
ARACO Care লিমিটেড এর চিকিৎসকগণের নিকট হতে ছাত্র-ছাত্রীদের যে কোনো রোগের পরামর্শ ফ্রি ।
ল্যাবরেটরী হতে বায়োকেমিক্যাল ও প্যাথলজিক্যাল পরীক্ষায় ৫০% পর্যন্ত ছাড় ।
প্রত্যাক ছাত্র-ছাত্রীর অবস্থা সম্পর্কে অভিবাবকদের অবহিত করা এবং ছাত্র-ছাত্রীর প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়া।
রাজনীতিমুক্ত, মনোরম, প্রানবন্ত পরিবেশে শিক্ষাদানের ব্যবস্থা।
অত্যাধুনিক এনাটমী, মাইক্রোবায়োলজী, ফিজিওলজী, মিডওয়াফারী, ফান্ডামেন্টাল অব নার্সিং, নিউট্রিশন, কম্পিউটার ল্যাব।
সিসি ক্যামেরা এবং হোষ্টেল সুপার ও হাউস কীপার দ্বারা ২৪ ঘন্টা ছাত্র/ছাত্রীদের মনিটরিং এর ব্যবস্থা আছে।
- আমাদের সুবিধাসমূহ
ভালো ফলাফলধারীদের এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তির সু-ব্যবস্থা রয়েছে ।
উচ্চ শিক্ষিত ও পেশাগত দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান।
সুসজ্জিত কম্পিউটার ল্যাব ইন্টারনেট ও অন্যান্য ল্যাব সুবিধা ।
প্রয়োজনীয় সকল বই সহ সুসজ্জিত লাইব্রেরি ।
ইংরেজীতে পারদর্শী করে গড়ে তোলার জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা ।
সর্বাধুনিক নিরাপত্তাসহ নিজস্ব ছাত্রী হোস্টেলের সু-ব্যবস্থা রয়েছে ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও শিক্ষা উপকরণ রয়েছে ।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করানো হয় ।
উন্নতদেশে নার্সের কাজ করার উপযোগী করে গড়ে তোলা ।
ছাত্র-ছাত্রীদের আলাদা-আলাদা কমনরুমের এর সুবিধা ।
শিক্ষকদের কমন রুমের ব্যবস্থা রয়েছে ।
বিগত বছরে ফাইনাল পরীক্ষায় ১০০% পাসের সফলতা অর্জন ।