blog-image

আমাদের সম্পর্কে

স্বাস্থ্য সেবা পাওয়া প্রত্যেক মানুষের একটি মৌলিক অধিকার। স্বাস্থ্য সেবা নিতে খরচ হয়। বিশেষত নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। তাদের মোট খরচের দুই-তৃতীয়াংশ চলে যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে । ঠিক এ কারণেই প্রতি বছর প্রায় ৫ লক্ষ মানুষ নতুন করে দারির্দ্যের শিকার হচ্ছে । তারপরও বাংলাদেশে প্রতিদিন কত মানুষ সঠিক চিকিৎসা না পেয়ে মারা যায়? কত মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত ? শুধু কি টাকার অভাবে মানুষের ভাগ্যে চিকিৎসা জোটে না ? চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি বছর ৬.৪ মিলিয়ন মানুষ নিঃস্বহ হযইয়ে যায় । তারপরও ৫৫% মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ।  অতীতের তুলনায় অনেক বেশি ডাক্তার এবং জনবল রয়েছে, এছাড়াও আধুনিক ওষুধ ও সরঞ্জাম রয়েছে। যদিও সংখ্যাটি আমাদের জনসংখ্যার জন্য পর্যাপ্ত নয় । দুর্বল অবকাঠামো, সেবা এবং সঠিক তথ্যের অভাবে নাগরিকরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিুবিত্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ । মধ্যবিত্ত ও নিুবিত্ত মানুষের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ARACO Care Limited নিয়ে এসেছে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা । যেখানে মাসিক ১০ টাকা সাবস্ক্রিপশন ফি বিনিময় বিভিন্ন ধরনের  স্বাস্থ্য সেবা পাওয়া যাবে ।

সাধ্যের মধ্যে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার ।






মিশন 

স্বল্প মূলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা । 


ভিশন 

শক্তিশালী পূর্ণাঙ্গ প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা। প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যক্তি ও পরিবারকে আর্থিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে।




পরিচালনা পর্ষদ

  
oypy5zZ.jpg      

মোঃ আকিকুর মৃধা সাদা                        

চেয়ারম্যান   


 tKdZSA2.jpg

রাব্বির আহমেদ শুভ
ম্যানেজিং ডিরেক্টর 

Emergency Contact

Emergency Call +8801404434866

Emergency E-mail

24/7 Email Support info@aracocare.com

- OR -